Youths of Korail described the space and community they live in ,in the light of their liking or disliking.
ROFIQ রফিক :
পছন্দের জায়গা :
কড়াইল এরশাদ মাঠ:ছেলেবেলা থেকে এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছে। এই মাঠে অনেক কাজে বা আড্ডায় এখনো একত্রিত হই বন্ধু-বান্ধব মিলে।একসাথে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলে। এখনো এ মাঠের চারপাশে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই এই মাঠ বা খেলার জায়গাটা আমার পছন্দের একটা জায়গা।
Favorite Space:
Ershad field is my most favorite space in Korail. I play here from my childhood, and still hang out there with my friends. I have lot of memories around this place, that is why this is my favorite space.
অপছন্দের জায়গা:
কড়াইল বস্তির গলি রাস্তা: এই জায়গাটা হচ্ছে চিপা এবং চিকন একটি জায়গা যেখানে কখনো আলো-বাতাস প্রবেশ করতে পারে না। এছাড়া এ জায়গাটার দিন এবং রাতের পার্থক্য কখনোই বোঝা যায় না সর্বদায় অন্ধকারে ঢাকা থাকে। আমার অপছন্দের জায়গাটি দিয়ে প্রায় সময় আমি আমার এক বন্ধুর বাড়িতে যায়। চিকন রাস্তা হওয়ায় এ ছাড়া অন্ধকার থাকায় এই রাস্তায় মেয়েরা হ্যারেসমেন্টর শিকার হয় প্রায় সময়।
Spaces I don't like:
This is a place in Korail which I do not like. No access of light or wind, and mostly very dirty and dark. It falls on the way to my home to a friends home. It is a very narrow dark place, and not safe, and women gets harassed as well. This is why I dont like it.
POPY পপিঃ
পছন্দের জায়গা :
এটা আমার সবচেয়ে পছন্দের একটা রুম কারন এখানে আমি সাচ্ছন্দ্য বোধ করি।এই রুমে আমি ২৪ ঘন্টার মধ্যে বেশির ভাগ সময় কাটাই এই রুমে। এই রুমে আমি আমাকে নিরাপদ মনে করি। আর তাই এটা আমার পছন্দের রুম।Favourite space:
Its my most favourite space, cause it is my room, and i feel free and comfortable to do what I like. I spend most of my time here, cause i feel safe here.
অপছন্দের জায়গা :
এটা হচ্ছে আমার অপছন্দের রুম যা হচ্ছে একটা দোকান।এই দোকানের সামনে দিয়ে গেলে সব সময় সিগেরেটের ধোঁয়া আর অনেক শব্দ দিয়ে টিভি দেখে যা আমার কাছে খুবই বিরক্তকর লাগে, তাই এই জায়গা বা দোকানটা অনেক বিরক্তিকর।
Spaces I don't like:
This is a space I do not like at all. People keeps smoking in this shop, and one can always find the smell of cigarette. And they always watch the television and puts the volume very high, which I find very unpleasant .
SALUK শালুক
পছন্দের জায়গা :
আমার কাছে এই ঘরটা অনেক ভালো লাগে।কারন হলো প্রথমে এখানে কোনো হইচই নেই,চারদিকে বাতাস।এই পরিবেশটাতে আমি সারাদিন পড়তে পাড়বো।আমার কাছে মনে হয় আমি যদি মানসিক ভাবে অসুস্থ থাকি তাহলে এই ঘরে আমি নিজেকে ঠিক করতে পারবো।মাঝখানে আমি ২ দিন অনেক হতাশায় ছিলাম,তখন এখানে এসে নিজেকে একটু ঠিক করতে পেরেছি
Favourite Space :
It is a place I really like. First of all very less noise, and a lot of fresh air. I can study here in peace. Whenever i feel mentally overwhelmed, I come here. There was a time, i as very depressed, and this space helped me to gain strength.
অপছন্দের জায়গা :
শুরুতেই আমার ঘরটা হলো অনেক অন্ধকার আর গরম।দিনেতো বসতেই পারিনা কোনো কাজের জন্য।আর ঘরের মানুষগুলো বিশেষ করে আমার ছোট ভাই অনেক হইচই করে।বিশেষ করে আমার কাছে মনে হয় আমাকে মানসিক ভাবে অত্যাচার করে।এই হইচইয়ের জন্য আমি পড়তে বসার আনন্দ খুজে পাইনা।
Places I don't like:
It is where i live, very dark and humid. I can't concentrate on work or study here. And my family members, specially the younger ones are very loud, which troubles me mentally. For the chaos and noise, I can't concentrate on my studies.
RIYAD রিয়াদ
পছন্দের জায়গা :
এটা আমার রুম,আমার সবচাইতে পছন্দের জায়গা।পর্যাপ্ত আলোবাতাস সম্পূর্ণ রুম,এখানে শুয়ে আমি আকাশ দেখতে পাই,সবুজ নীল আকাশ ডানা মেলা চিল দেখতে আমার ভালো লাগে।বৃষ্টির সময় আমি এই রুমে বসে ভিজতে পাড়ি।রাতে পূর্নিমার চাঁদ দেখতে পাই তাই এই রুমটা আমার সব সময় পছন্দ।
Favourite Space :
It is my room, my favourite space in Korail. It has access of fresh air, and I can enjoy the blue sky, and the sight of hawks flying on the sky.I can enjoy the rain here, also the full moon. This is why it is my favourite space at Korail.
অপছন্দের জায়গা :
করাইলের অধিকাংশ ঘর আমার অপছন্দের কারণ আমি মনে করি এই ঘর গুলো বসবাস এর উপযোগী নয়। এই ঘর গুলোর পরিবেশ খুবই স্যাঁতস্যাঁতে এবং অস্বাস্থ্যকর । গ্রীষ্মের সময় এই ঘর গুলতে প্রচণ্ড গরম থাকেযার ফলে শিশু এবং বৃদ্ধদের খুবই কষ্ট সহ্য করে বসবাস করতে হয়। তাছাড়া পর্যাপ্ত
জায়গা না থাকার কারনে খুবই অল্প যায়গায় অনেক বেশি সদস্য থাকতে হয় ফলে আর বেশি ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়।
Spaces I don't like :
I find most of the households of Korail very unpleasant as I find the environment is not healthy for living. These houses are very humid, damp, and unhygienic. During summer it gets unbearably hot, which brings huge sufferings, specially to the kids and older people. And compared to the space, number of the family members are often too much, which makes it very congested.
ASMA আসমা :
পছন্দের জায়গা :
এই জায়গাটা আমার পছন্দের জায়গা। কাজের ক্ষেত্রে বাহিরে যাই কিন্তু এর মধ্যে পুরোটা সময় আমি এখানেই থাকি। এইখানে আমার ভালোলাগা খারাপ লাগা প্রত্যেকটা সময় এখানেই পার করি। আমি আমার গাছ ও রিও, আমার বিড়াল, তাদের সাথে আমি সময় কাটাই। যখন আমার মন খারাপ বা ভালো থাকে নাচতে ইচ্ছে করে আমি এখানে স্বাধীন ভাবে নাচতে বা হইহুল্লর করি।
Favourite Space:
It is my favourite space, it is my room. I go out for work, but whenever i am free I spend my time here. I have my plants, and my cat Leo, and I love to spend time with them. Whatever mood i am in, I can stay here and do whatever freely, like dancing and razzle dazzle.
অপছন্দের জায়গা :
এই ঘরটা আমার কাছে অপছন্দের জায়গা। ঘরটিতে আলো বাতাস আসার কোন পরিস্থিতি নেই । যার জন্য ঘরটি প্রচন্ড পরিমানে স্যাঁতস্যাঁতেহয়ে থাকে । আলো বাতাস না থাকার কারণে ঘরটি থেকে দুর্গন্ধ বের হয়। বলা যে এটা অস্বাস্থ্যকর একটা রুম। যখন বিদ্যুৎ চলে যায় ঘরটির অবস্থা আরো ভয়াবহ হয়ে দাঁড়ায়। প্রচন্ড পরিমাণে গরম সেখানে থাকার মতো পরিস্থিতি থাকেনা।
Space I don't like :
It is a home in Korail with no air or lights. It is very hot ,humid, damp and also it smells. It is very unhygienic. When electricity is down, it gets unbearable.
MORIOM মরিয়ম
পছন্দের জায়গা :
আমার রুম আমার পছন্দের জায়গা কারণ এখানে আমি সব কিছুই আমি আমার মন মতো করতে পারি সবকিছু আমি আমার মতো সাজাতে পারি যা ইচ্ছে তাই করতে পারি। আমি আর আমার বোন সব সময় সব কিছু পরিষ্কার পরিছন্ন রাখি গুছিয়ে রাখি। ফ্যামিলির সবাই এক সাথে থাকতে পারি তাই আমার রুম আমার পছন্দের।
Favourite Space :
My room is my favourite space, cause I can freely do anything here and decorate the space. Me and my sister keep the space clean. I live comfortably here with my family.
অপছন্দের জায়গা :
এমনি একটা অপছন্দের জায়গা হলো দোকান, এর কারন হলো এখানে পরিবেশ এখানে অনেক পুরুষ মানুষ এক সাথে বসে আড্ডা দেয় সিগারেট খায়,সাউন্ড দিয়ে টিভি দেখে এবং এখানে বিভিন্ন ধরনের জুয়া খেলে , নেশা করে, এগুলো নিয়ে আলোচনা করে এবং রাস্তা দিয়ে মেয়েরা হেটে গেলে তাদের কে টিজ করে এই সব কারনেই এই যায়গাটা আমার অপছন্দের জায়গা।
Place I don't like :
It is a place i dislike. A lot of men usually sits here, for a long time, smokes here , plays loud music , openly talks about drugs and teases women. This is why I despise the space.
HASAN হাসান
পছন্দের জায়গা :
আমার ভালো লাগার জায়গা এই পাঠাগার। আমি আমার মানসিক শান্তির জায়গা মনে করি এই পাঠাগারকে। এই পাঠাগার আমরা আমাদের মন মতো করে সাজিয়েছি।এবং এই পাঠাগারে থেকেই সমাজের জন্য সমাজের মানুষের জন্য কাজ করেছি। এক কথায় আমার আরেকটা পরিবার বলা যায় এই পাঠাগারকে।
Favourite Space :
It is our library, which I like the most. I feel at peace here. We decorated, and established this library together. And from here we did a lot of humanitarian work for our community. I feel like this is my another family.
অপছন্দের জায়গা :
অপছন্দ না আমার খারাপ লাগার যায়গা এখন এই পাঠাগার। যেইখানে প্রত্যেকদিন প্রায় ৫০ জন সদস্য এই পাঠাগারে নিয়মিত আসা যাওয়া করতো সেখানে আজ একজন সদস্য নিয়মিত নেই। এখন সাপ্তাহে একদিনও এই পাঠাগার খোলা হয় না। এখন পাঠাগারে গেলে পাঠাগারটাকে কেমন যেনো প্রানহীন ময়ে হয়। এখন এই পাঠাগার বন্ধ হয়ে যাওয়ার মুখে।
Space I don't like:
I wont say it is a space i dislike, perhaps a place which makes me sad now a days. It is the same library but its been a while there is not much activities. It usually stays closed. It has lost its life, i feel. This library is dying, which breaks my heart.
ANAMUL এনামুল
পছন্দের জায়গা :
এটা হলো মাটির রাস্তা । যা আমার পছন্দের জায়গা । এখানে আমার সময় কাটাতে ভালো লাগে । ভালো লাগার কারণ হলো : মুক্ত আকাশ, বাতাস, গাছপালা, পাশের ঝিল, রাতের আকাশে চাঁদ ইত্যাদি । এখান থেকে যত টা সুন্দর ভাবে প্রাকৃতিক এই সৌন্দর্য গুলো উপভোগ করা যায় , কড়াইল এর আর কোথাও এইভাবে সৌন্দর্য উপভোগ করা যায় না । এই রাস্তার পরিবেশ কড়াইল এর বাকি জায়গা গুলো থেকে একদম আলাদা ।
Favourite Space:
It is known as Matir Rasta, it is my favourite place at Korail. I like to spend my free time here. I like it cause i can enjoy the open sky, the lake next to it and the moon at night. No other place in korail is open like this, and offers this much nature. The environment here is different from other korail space.
অপছন্দের জায়গা :
এগুলো হলো কড়াইল এর বিভিন্ন অলিগলি । যা আমার অপছন্দের জায়গা । অপছন্দ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ না থাকা । এছাড়াও এইসব রাস্তার যেখানে সেখানে ময়ালা – আবর্জনা পরে থাকে । রাতের বেলা কড়াইল এর বিভিন্ন অলিগলিতে মাদকাসক্ত ছেলেরা নেশাজাতীয় দ্রব্য খায় । যা আমার কাছে একদম-ই অপছন্দনীয় ।
Spaces I don't like:
These are pictures of some narrow roads of Korail, which I really dislike. The reasons are: no air, very dark, very dirty, people throws garbage on the corners, and also people abuses drugs on these dark spots.
JONY জনি
পছন্দের জায়গা :
একটি ব্যক্তিগত রুম। এই রুমটি আমার বেষ্ট ফ্রেন্ড মুনীয়ার,ওর বয়স ২১। বর্তমানে ও গভমেন্ট তিতুমীর কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। এই রুমের প্রতিটি ঝুলন্ত আর্টওয়ার্ক ওর নিজের হাতে করা। এই রুমটি আমার বন্ধু তার নিজের হাতে সাজিয়েছে। এমনকি রুমটির স্ট্রাকচারাল যে গঠন সেই গঠনগত চিন্তা ও ওর মাথা থেকেই এসেছে। এইযে দেয়ালের পাশে আকাঁ সুন্দর কতোগুলো টিউলিপ দেখা যাচ্ছে, এগুলো ও নিজের হাতেই একেঁছে। এই রুমটি আমার ভিষন পছন্দের এবং কমফোর্টেবলের একটি জায়গা। সারাদিন পড়াশোনা, টিউশনি এবং যার যার কর্মব্যস্ততা শেষ করে আমরা যখন এই রুমটিতে আড্ডা দিতে যাই, কেমন যেন একটা প্রান ফিরে পাই।
Favourite Space:
It is my friend, Munia s room. The artworks are made by her and she decorated the space. The wall art of the tulips is also done by her. She gave a lot of thoughts in the space. I like the space, and I feel very comfortable here. We often hang out here , i feel revived here.
অপছন্দের জায়গা :
ক ব্লক,কড়াইল, ঢাকা-১২১৩ উন্নয়ন ক্লাব। এটি কড়াইলের তথাকথিত একটি উন্নয়ন ক্লাব।এরকম প্রায় প্রতিটি গলিতেই ব্যাঙ্গের ছাতার মতো কিছু উন্নয়ন ক্লাব গড়ে উঠেছে। এখানে ঠিক কি উন্নয়ন হয় আমার জানা নেই,মেয়েরা এই রাস্তায় হাটতে বেশ অস্বস্তি বোধ করে। প্রায়শই দেখা যায় একদল যুবক রা দলে দলে ভারি করে রেখেছে এই রাস্তাটি। এমনকি এখানে থাকা ছেলেরা মেয়েদের ইভটিজিং ও করে বসে। কাজেই জায়গাটি আমার অপছন্দের।
The place I dislike:
Ka block, Korail, Development Club.It is a so called development club at Korail. Almost every narrow subroads of korail has these kind of clubs claiming as development clubs. I do not know what type of development they do, but girls and women feel very uncomfortable walking by these area. Often one can see that many guys are occupying the spaces and the roads around these clubs. A lot of eve teasing and harassment happens here. I really do not like places like these.